রোকেয়ানামা ডেস্ক
সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী ’এশিয়ান সায়েন্টিস্ট’ ২০২৩ সালে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আজ রোববার এশিয়ার ১০০ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে। ‘দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ শিরোনামে এ তালিকায় স্থান পেয়েছে দুই বাংলাদেশি নারীর নাম। এরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাওসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী । অন্যজন অণুজীববিজ্ঞানী, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ( সিএইচআরএফ) ড. সেঁজুতি সাহা।
গাওসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা ( জলবায়ু পরিবেশবিদ্যা) বিষয় নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি টেকসই জলবায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ তালিকায় জায়গা করে নেন। ড. গাওসিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ওয়াইল্ডটিমের বোর্ড সদস্য। সংস্থাটি বাংলাদেশের দ্রুত হারিয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে।
অন্যদিকে সেঁজুতি সাহা লাইফ সায়েন্সে অবদানের জন্য এ তালিকায় অন্তর্ভুক্ত হন। বিশ্বে তিনিই প্রথমবারের মতো প্রমাণ করেন যে, চিকুনগুনিয়া ভাইরাস ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করতে পারে এবং এটি বাংলাদেশি শিশুদের মেনিনজাইটিস সৃষ্টি করার সক্ষমতা রাখে। সেঁজুতি সাহা বাংলাদেশের অন্যতম তরুন বিজ্ঞানী হিসেবে পরিচিত।
সাময়িকীটি এ নিয়ে অষ্টমবারের মতো এ তালিকা প্রকাশ করে।
লেখা: রোকেয়ানামা ডেস্ক
সূত্র : ইন্টারনেট