জানা শাম্মী
ভালোবাসা মানে তোমার পথ চেয়ে ক্লান্ত হওয়া
ভালোবাসার মানে স্বপ্ন ভাঙ্গার কষ্ট পাওয়া
ভালোবাসা মানে নিভৃতে জ্বলে যাওয়া।
.
এভাবে আর কত?
তার চেয়ে যাদি বদলে নিই ভালোবাসার অর্থ!
আজ থেকে ভালোবাসা মানে
দক্ষিণের বারান্দায় মাতামাতি হাওয়া..
ভালোবাসা মানে সাধ আর সাধ্য মেলানো
ছোট্ট একটু পাওয়া।