আইরিন রহমান
বিশুদ্ধ জলধারায় চন্দনে অবগাহন
বয়স তখন দশ , কিশোরী তুমি
সফেদ কবুতর যেন, দ্বিধাহীন উড়ে চলা
বড় মধুর লাগে তোমার ঐ না বলা ।
বয়স তোমার বিশ , মুগ্ধতা ছুঁয়ে যায় কাজলপরা চোখ
ঠোঁটে ফুটেছে রঙিন কৃষ্ণচূড়ার ফুল
বিমোহিত পথিক তোমায় পাবার আশায় ব্যাকুল।
নারী তুমি যখন তিরিশ, চৈত্র বৈশাখী ঝড়
বিনুনিতে দোল খায় সকল সম্ভাবনা তুমি নির্ভার ,
বুকে নিয়ে ঢাক-ঢোল ,দিনে-রাতে হয় পার্বণ
সুন্দরের ডাক , চাতক পৃথিবী খোঁজে তোমার রথ
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার গতিপথ ।
যখন তুমি চল্লিশে ,পৃথিবীর বুকে সৃষ্ট অন্য এক পৃথিবী
অন্য এক পাঠশালা ,যাপিত জীবন সংসার
সমস্ত ভূখণ্ড জুড়ে ভিন্ন সে ঘর।
প্রিয়জন বোঝার সাথে প্রয়োজন হল সারা।
অন্যের কল্যাণে কিছু স্বপ্ন হলো চুরি
জগতে পাওয়া প্রেম কেবল সেটুকু উপরি।
ক্ষুধা ,স্পর্শ ,সাধ ও পরিতৃপ্তির সুধা ভরে
প্রসব ব্যথার মতো কিছু ক্ষত রয়ে গেল চেতনার গহ্বরে।