0

কোন এক স্বপ্ন মেয়েকে

Share

কুলসুম আক্তার সুমী

মেয়ে, জল টলমল চোখের কোণে 

কি ব্যথা লুকাস প্রাণপনে, 

কাজলের আবরণে, 

চশমার মোটা ফ্রেমে? 

মেয়ে, কি হতে চেয়েছিলি তুই, 

ঝিলপাড়ের ঘাসফুল 

বোশেখের আমের মুকুল 

নাকি সুরভিত শুভ্র বকুল 

কেউ শুধোয়নি কোনদিন? 

মেয়ে, তুই কি একা ছিলি 

অনেক মানুষের ভিড়ে? 

মুক্ত হাওয়ায় 

নিঃশ্বাস নিতে চেয়েছিলি 

কর্তব্যের জাল ছিঁড়ে? 

মেয়ে, তোর তো ছিলো 

হাতে পায়ে স্বপ্নের বেসাতি, 

যে স্বপ্ন মানুষকে বাঁচায়, 

তবে কোন অভিমানে 

চলে গেলি অবেলায়— 

কি দহন পুষে রেখেছিলি 

বুকের খাঁচায়?