0

কষ্টগুলো

Share

জানা শাম্মী

কষ্টগুলো লাল নীল পাখি হয়ে উড়ে যায়

কষ্ট পাখির লাল নীল পালক পড়ে রয়।

কষ্টগুলো একতার, দুইতার করে সেতার হয়

সেতারটা তাল লয় সব ভুল করে বেজে রয়

কষ্টগুলো চারা গাছ থেকে মহীরূহ হয়

গাছের ছায়ায় লাল নীল পাখি আশ্রয় নেয়।