0

হয়তো থেকে হ্যাঁ

Share

জীবন তো আর রঙিন সিনেমা নয়। একজন ভালোবাসি বলার সাথে সাথেই আরেকজন লজ্জায় রাজি হয়ে যাবে। তারপর বৃষ্টিভেজা সিন আর ফুলের টোকাটুকি। দীর্ঘদিনের পরিচিতকে যেই না বললেন ভালোবাসি, অমনি তার মুখ গম্ভীর। কদিন পরে আবারও উত্তর জানতে চাইলেন।

শুনলেন, ওভাবে কখনো ভাবিনি। এখন? এখনই তো পিকচার শুরু। ‘হয়তো ভালোবাসি’ থেকে ‘হ্যাঁ ভালোবাসি’ শুনতে হলে গুনতে হবে দিন, সঙ্গী শুধুই ধৈর্য্য।

১। ভালোবাসার ব্যাপার তাড়াহুড়ো করবেন না। কেউ যদি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান তাহলে

তাকে সময় দিন।

২। তবে অবশ্যই এই সময়টায় তার সাথে যোগাযোগ রাখবেন। আপনি যে সিরিয়াস সেটা

তাকে বোঝান।

৩। ভালোবাসার মানুষটির প্রশংসা করুন। তার ব্যাপারে আপনার পছন্দের ব্যাপারগুলো বারবার বলুন।

৪। সময় দিন। ভালোবাসার ক্ষেত্রে পৃথিবীতে এই ফর্মুলাই সর্বদা অব্যর্থ।

৫। সহজ থাকুন। সম্পর্কের স্বাভাবিকতা বজায় রাখুন।

৬। সুন্দর পোশাক পরুন, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করুন।

৭। অযথা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন না। নিজের ব্যক্তিত্ব ক্ষুন্ন হয় এমন কিছু করবেন না।

৮। সারাক্ষণ চোখে চোখে রাখবেন না। তাকে তার কাজ করতে দিন। নিজের কাজ নিয়ে ব্যস্ত

থাকুন।

৯। আপনাকে মিস করার সময় দিন। মাঝে মাঝে ব্যস্ততার অজুহাতে উধাও হয়ে যান।

১০। পছন্দের মানুষটিকে ইমপ্রেস করার চেষ্টা করুন। তাকে বুঝতে দিন, আপনি তাকে

ইমপ্রেস করার চেষ্টা করছেন।

১১। আপনার জীবনে তার গুরুত্ব সুন্দরভাবে গুছিয়ে বলুন। মুখে বলতে না পারলে চিঠি লিখুন,

মোবাইল বা ফেসবুকে চেষ্টা করুন। নাতিদীর্ঘ মেইলও করতে পারেন।

১২। দুজনে নিজস্ব কিছু সময় কাটান, যা সুখস্মৃতি হয়ে থাকবে আজীবন।

১৩। বুঝেশুনে কথা বলুন, অনধিকার চর্চা করবেন না। সম্পর্কের গুরুত্ব হালকা হয়ে যাবে।

১৪। রেসপন্সিবল হন। পছন্দের মানুষটির ঠিকঠাক খেয়াল রাখুন। রেসপন্সিবল মানুষকে ফিরিয়ে

দেওয়া যায় না।

সময় নষ্ট করবেন না। নির্দিষ্ট সময় পরপর রিমাইন্ডার দিন এবং ভালোবাসি কথাটি আদায় করে

নিন।

ছবির মডেল: লিজাসুচিত্র

(রোকেয়ানামা ডেস্ক)