0

মায়ের সাথে মিলিয়ে

Share

মা ও মেয়ের আত্মিক বন্ধন অন্য সকল সম্পর্কের উর্ধ্বে, এ কথা অস্বীকার করবে কে। যুগ যুগ ধরে ফ্যাশনের ধারাও কখনও কখনও আত্মার বন্ধনের সাথে জুড়ে থাকে বৈকি! আর তার চলন জগতের ফ্যাশন বোদ্ধারা চিন্তার বহুকাল আগে থেকেই রয়েছে।

 

এই মুহূর্তেই কারও কারও মন ছোটবেলার নানান অলিগলিতে  উঁকি দিয়ে উঠতে পারে। মনে পড়তে পারে, মা যেদিন নিজের শাড়ির সাথে ম্যাচিং করে বানিয়ে দিয়েছিলেন একটি ফ্রক। ছোট মনের অপ্রকাশের অনুভূতি আর দূরন্তপনায় মায়ের কোলে আছড়ে পড়া। কত শত স্মৃতি জমে থাকে এক টুকরো কাপড়েও। 

মায়েরা নতুন শাড়ির ব্লাউজের কাপড়টি দিয়ে নিজ হাতেই সেলাই করে বানিয়ে ফেলতেন সদ্য জন্ম নেয়া ছোট্ট মেয়েটির জামা। যেন আত্মার বন্ধনকে বাইরে নিয়ে আসা অথবা হতে পারে এটা মনোজগতের সাথে জড়িয়ে থাকা কোন বিষয়।

 বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান লিজা প্রায় সময়ই পাঁচ বছরের মেয়ে নম্রতার সাথে মিলিয়ে পোশাক পরতে পছন্দ করেন। 

তিনি বলেন, ‘আমি নম্রতার মাঝে আমার ছোটবেলা খুঁজে পাই, নিজের ছায়া দেখি। যখন একইরকম পোশাক পরি তখন অন্যরকম অনুভূতি কাজ করে। মেয়ের মধ্যেও সেই বিশেষ অনুভূতি জাগাতে পারি। এছাড়াও একইরকম পোশাক আমাদের পরিবারের আলাদা একটা আইডেন্টিটি তৈরি করে।’   

   

তবে মা-মেয়ের এই আত্মিক বন্ধনকে পোশাকের মাধ্যমে আরেকটু দৃঢ় করতে পিছিয়ে নেই দেশীয় ফ্যাশন হাউজগুলোও। এখন বিশেষ দিবস উপলক্ষ্যে পাওয়া যায় মা মেয়ের ম্যাচিং ড্রেস। কাঁটছাটে  ভিন্নতা থাকলেও দুজনের পোশাকের মোটিভে মিল রাখেন ডিজাইনাররা।

 দিন দিন জনপ্রিয় হচ্ছে মা মেয়ের মিলিয়ে পোশাক পরা। অনেকে হুবহু একইরকম থাকতে চুল থেকে শুরু করে যাবতীয় অনুসঙ্গ মিলিয়ে থাকেন। তবে একই সাথে ছোট বাচ্চাটির আরামের  বিষয়টিও মাথায় রাখতে হবে।

ছবিতে: ইসরাত জাহান লিজা ও নম্রতা

রোকেয়ানামা ডেস্ক