মারিয়া সুলতানা মুমু
অনেকদিন পর ভাবনার ডানায় পাখা মেলে কাজ করতে পেরেছি। চেষ্টা করেছি চিন্তার কাছাকাছি গিয়ে কাজটা তুলে আনতে।
‘মুমু মারিয়া’র সামার কালেকশনের জন্য প্রচন্ড গরমে এবার যখন কাজ করছিলাম তখন বার বার আমার জুস, স্মুদি, আইসক্রিম – এই সব খাবার একটু স্বস্তি এনে দিচ্ছিল। আর সেখান থেকেই থিম বেছে নেয়া।
প্যাটার্নে আমি চেষ্টা করি ইন্টারন্যাশনাল ট্রেন্ড কি চলছে সেটার সাথে আমাদের সংস্কৃতির একটা ছাপ রেখে, দুটোর মিশ্রণে নতুন একটা কিছু তৈরী করার।
কাপড়ে বরাবরের মতো এবারও মসলিন নিয়ে বেশি কাজ করা হয়েছে। রং নিয়ে টাই-ডাই করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হলেও, পরিশেষে মন মতো রং তুলে আনতে পেরেছি।
আমাদের সব জামা কাস্টম মেইড। তাই ক্রেতারা স্বাচ্ছন্দ্যে নিজের মাপ অনুযায়ী ডিজাইনার পোশাক বানিয়ে নেয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন।
ঈদ বরাবরই একটা আনন্দের বিষয়। এবারের ঈদে বাড়তি কিছু আনন্দ হিসেবে যোগ হোক আমাদের পোশাক।
মারিয়া সুলতানা মুমু, (ফ্যাশন ডিজাইনার) মুমু মারিয়া